• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঈদুল ফিতর উপলক্ষে বালিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশ:  ০৩ জুন ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার কর্তৃক প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ডের জনপ্রতি ১৫ কেজি পরিমাণ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ১ জুন শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। সকাল থেকে বালিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের এ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। ইউপি সচিব মুনসুর আহমদ, ট্যাগ অফিসার ফারুক আহমেদ খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল হান্নান মিয়াজী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাসার, ইউপি সদস্য সেলিনা বেগম, নুরজাহান বেগম, ফাহিমা বেগম, মোঃ আব্দুল কাদির গাজী, সেলিম খান, আব্দুস সাত্তার বেপারী, মোঃ আহছান উল্লাহ অলু, আবু তাহের খান, ্আহছান উল্লাহ মিজি, দেলোয়ার হোসেন মিজি ও খোরশেদ আলম উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন। এ ইউনিয়নের ১ হাজার ৩৯ জন হতদরিদ্র পরিবারকে চাল দেয়া হয়।