• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ৩ শতাধিক মুসল্লির ইতেকাফ

প্রকাশ:  ০৩ জুন ২০১৯, ১০:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র মাহে রমজানের শেষ ১০ দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতেকাফ। দেশের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে খ্যাত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রতি বছর বহু মুসল্লি ইতেকাফে অবস্থান করে থাকেন। এই মুসল্লিদের সেবা প্রদানে সার্বক্ষণিক কাজ করছে মসজিদ কমিটি।
মসজিদের নিচতলা ও দোতলার নির্দিষ্ট স্থানে ইতেকাফের জন্যে মুসল্লিরা অবস্থান করেন। ইতেকাফ শুরু থেকে ঈদের নামাজ আদায় পর্যন্ত মুসল্লিদের জন্যে নিরাপত্তাসহ সকল ব্যবস্থপনা মসজিদ কমিটি দায়িত্ব পালন করে থাকে।
    এ ব্যাপারে মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী বলেন, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠু, সুন্দর এবং নিরাপদে মুসল্লীগণ যাতে ইতিকাফ, শবেবরাত, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ সকল ইবাদত করতে পারে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। যার ফলে দিন দিন মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, এছাড়া ও শবে কদর উপলক্ষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদসহ উপজেলার সব মসজিদে তারাবির নামাজের পর ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়। বড় মসজিদে প্রায় অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি ইবাদত-বন্দেগীতে মশগুল ছিলেন। এছাড়াও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) মসজিদে ছিলো মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।

 

সর্বাধিক পঠিত