• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর স্ট্র্যান্ড রোডের বেহাল দশা-ব্যবসায়িদের দুর্ভোগ চরমে

প্রকাশ:  ০৪ জুন ২০১৯, ০৯:৪২ | আপডেট : ০৪ জুন ২০১৯, ০৯:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডের ভগ্নদশায়  স্থানিয় বাসিন্দা এবং ব্যবসায়িদের চরম  দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে রাস্ত নালায় পরিণত হয়।তখন কাদা পানিতে রাস্তা হয়ে পড়ে একাকার।সোমবার একদিনের বৃষ্টিতে ছবির দৃশ্যে রাস্তার এমনই করুন অবস্থা দেখা যায়।ব্যবসায়িরা জানান,ভাঙ্গা রাস্তা মেরামত না করায় দীর্ঘদিন রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।

রড সিমেন্ট, কাঠ,জ্বালানি তেল,সার, কীটনাশক,জ্বালানি এলপি গ্যাসের ব্যবসার প্রাণ কেন্দ্র এই স্ট্র্যান্ড রোড। অথচ জনগুরুত্বপূর্ন  সড়কটি সংস্কারেরর কোন উদ্যোগ পৌর কতৃপক্ষ না নেয়ায় মানুষের দুর্ভোগের সীমা নেই।এ দিকে বর্ষা আসন্ন।পরিস্থিতি অারো প্রকট আকার ধারন করবে বলে মনে করছেন ভোক্তভোগীরা। এ ব্যাপারে তারা মেয়রের সু দৃষ্টি কামনা করেছেন। 

সর্বাধিক পঠিত