• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ইসলামিক পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশ:  ০৪ জুন ২০১৯, ১৯:৫৬ | আপডেট : ০৪ জুন ২০১৯, ২০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর ইসলামিক পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত রোববার হাজী মহসিন রোডস্থ রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও  ইফতার মাহফিলের ব্যবস্থা করেন পাঠাগারের কর্মকর্তারা।
ইফতার মাহফিলের শুরুতে মুসল্লিদের উদ্দেশ্যে প্রধান অতিথি শাইখ ইয়াকুব বিন আব্দুস সালাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তিনি রোজা, হজ, যাকাত, ফিতরার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন।
পাঠাগারের পরিচালক মোঃ সাহাবুদ্দিন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাইখ মোহাম্মদ জসিম উদ্দিন। অন্য পরিচালক সায়মন আহমেদ, সাইফুল ইসলাম, শিমুল, সোহেল হোসেন, মশিউর রহমান, জাহিদ হাসান, ইলিয়াস, মাহফুজুর রহমান বুলুসহ সকল পরিচালক উপস্থিত থেকে ইফতার মাহফিল সম্পন্ন করেন। এই প্রতিষ্ঠানটি চাঁদপুর সদরসহ সকল উপজেলার প্রায় ছয় শতাধিক অসহায় দুঃস্থ-গরিবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
পরিচালক মোঃ সাহাবুদ্দিন ভূঁইয়া জানান, এই পাঠাগারের উদ্দেশ্য হচ্ছে মানবতার মুক্তির কল্যাণে কুরআন সহী সুন্নাহ মোতাবেক দাওয়াতি কাজের পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করা। এই সংস্থাটি ইফতার সামগ্রী বিতরণ, বিধবাদের জন্য ঘর নির্মাণ, ঈদসামগ্রী বিতরণ, কুরবানির গোশত বন্টন, ফিতরা ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এছাড়া যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজের বাস্তবায়ন করা এই সংগঠনের মূল উদ্দেশ্য। এই সংস্থা থেকে ফ্রি বই পড়ার সুযোগ সৃষ্টি ও বিনামূল্যে বই বিতরণ করা হয়ে থাকে।