• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বেদে সম্প্রদায়ের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের ঈদসামগ্রী বিতরণ

প্রকাশ:  ০৪ জুন ২০১৯, ২০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উত্তরণ ফাউন্ডেশন কর্তৃক বেদে সম্প্রদায় মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর পুলিশ লাইন্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বেদে সম্প্রদায়ের জাগরণের জন্যে উত্তরণ ফাউন্ডেশন কাজ করে চলছে। এ সম্প্রদায়কে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে নানামুখী কর্মকা-ে জড়িত করলে এদের অবস্থার উন্নতি হবে। তবে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, বেদে সম্প্রদায়ের সংগঠনের সাধারণ সম্পাদক রমজান আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই জায়েদ হাসান এবং কোরআন তেলাওয়াত করেন এএসআই আবদুল্লাহ।

 

সর্বাধিক পঠিত