• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঈদে মোলহেড ও বালুচরে মানুষের ঢল

প্রকাশ:  ০৯ জুন ২০১৯, ১৩:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ঈদের দিনগুলোতে চাঁদপুরের বিনোদনের স্থানগুলোতে ছিলো মানুষের উপচেপড়া ভিড়। তবে নদীবন্দর চাঁদপুরকে ঘিরেই ছিলো মানুষের সব আনন্দ।
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড, মেঘনার বালুচর, ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণ, পুরাণবাজার-নতুনবাজার ব্রিজ, ইসলামপুর গাছতলা ব্রিজ, পুরাণবাজার হরিসভা রণাগোয়াল, শাহতলী ফাইভ স্টার পার্কসহ বিভিন্ন বিনোদনের জায়গাগুলোতে দেখা গেছে মানুষের ব্যাপক উপস্থিতি। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে ঈদের দিন সকাল থেকেই বড়স্টেশন মোলহেড এলাকায় মানুষের ঢল নেমেছিলো। বিশেষ করে উল্লাসে মুখর হয়ে উঠে তরুণ-তরুণী ও শিশুরা।
মোলহেডে শিশুদের জন্যে নতুন নতুন খেলার রাইডার বসানো হয়েছে। নৌকা, ঘোড়া, চরকা এবং রেলগাড়িতে চড়লেই নেয়া হয় ত্রিশ টাকা। নদীর কিছু জায়গা স্পীডবোটে ঘুরলে জনপ্রতি নেয়া হয় একশ’ টাকা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

সর্বাধিক পঠিত