• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রথযাত্রা উদ্যাপনে পুরাণবাজার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি সভায় সুভাষ চন্দ্র রায়

ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি ভালো কাজ নয়

প্রকাশ:  ০৯ জুন ২০১৯, ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপনের লক্ষ্যে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন শুক্রবার বিকেলে মন্দির মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন শ্রীশ্রী জগন্নাথ মন্দির ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। সভায় ভক্তবৃন্দ রথযাত্রা উদ্যাপনে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রশাসনের সহযোগিতা কামনাসহ সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কামনা করেন। একই সাথে মাত্র সিকি মাইল দূরত্বে একই নামে আরো একটি মন্দির স্থাপন কার্যক্রমের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত ভক্তবৃন্দ শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণপূর্বক প্রশাসনসহ জেলা পূজা উদ্যাপন পরিষদের সুদৃষ্টি কামনা করেন। তারা বলেন, মন্দির নির্মাণকে আমরা সাধুবাদ জানাই, কিন্ত একই নামকরণ তা স্পষ্টভাবেই প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।
সুভাষ চন্দ্র রায় আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের আহ্বান জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষই ধর্ম পালন করেন দেশের কল্যাণ, নিজেদের সুখ-শান্তি আর ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্যে, কোনো বিভেদ-বিভাজনের জন্যে নয়। যদি কেউ ধর্মের নামে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তবে তা হবে দুঃখজনক। তাই ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কেউ নিজেদের মধ্যে বিভেদ-বিভাজন সৃষ্টি করবেন না। আপনার আচার-আচরণই প্রমাণ করবে আপনি কতটুকু মানুষ হতে পেরেছেন। চাঁদপুরের মানুষ ধর্মপরায়ণ। তারা নিজেরা যেমন ধর্ম পালন করেন তেমনিভাবে অপর ধর্মের প্রতিও সহনশীল। আর এ চিন্তা আছে বলেই চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যান্য স্থানের চেয়ে বেশি। আমরা এ সম্প্রতি ধরে রাখবো।
তিনি আরো বলেন, পূর্বে যেভাবে রথযাত্রা উদ্যাপিত হয়ে আসছে এবারও এর ব্যাতিক্রম হবে না। একই নামে কাছাকাছি আরো একটি মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারটি আমার জানা নেই। যদি তা কেউ করে থাকে তবে তা হবে দুঃখজনক। কারো মনে কষ্ট দিয়ে ঈশ্বর সাধনা হয় না। কেউ যদি ধর্মের নামে প্রতিহিংসা সৃষ্টি করতে চায় তাহলে জেলা পূজা উদ্যাপন পরিষদ হিন্দু নেতৃবৃন্দকে সাথে নিয়ে তা সমাধানের চেষ্টা করবে।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সমর কান্তি সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সুশীল চন্দ্র সাহা, প্রচার সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদস্য জয়রাম রায় প্রমুখ।
সভা পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক বিশাল গোবিন্দ দাসাধীকারী। সভায় গোপাল সাহার মায়ের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠান। এ উপলক্ষে চাঁদপুর জগন্নাথ মন্দির সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১৪ জুন শুক্রবার মন্দির প্রাঙ্গণে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হবে পানিহাটি চিড়া দধি মহোৎসব। আয়োজিত সকল উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক বিশাল গোবিন্দ দাসাধীকারী।

 

সর্বাধিক পঠিত