• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঈদে চাঁদপুরে ঘুরতে আসা ট্রলারে হামলায় অর্ধশত আহত

প্রকাশ:  ০৯ জুন ২০১৯, ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঈদ উপলক্ষে হাজীগঞ্জের বলাখাল থেকে নদী পথে চাঁদপুর শহরে ঘুরতে আসা একটি ট্রলারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ৭ জুন শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ভাটেরগাঁও ও ফরিদগঞ্জ উপজেলার সীমানা এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। হামলায় অর্ধ শতাধিক যুবক ও কিশোর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের অধিকাংশের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল বলে জানা যায়।
এ হামলার ঘটনার কারণ সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, প্রায় ৮০ জনের মতো যুবক-কিশোরকে নিয়ে চাঁদপুর শহরে ঘুরতে আসা ট্রলারটি সন্ধ্যার পর নদী পথেই হাজীগঞ্জে ফেরার সময় ঘটনাস্থলে আসলে নদীতে মাছ চাষের ভাসমান খাঁচায় আঘাত করে ট্রলারটি। তখন খাঁচা পাহারায় থাকা কয়েকজন লোক সেই ট্রলারটি থামিয়ে প্রতিবাদ জানালে এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিত-া হয়। এক পর্যায়ে ট্রলারে থাকা যুবকরা মাছের খাঁচার পাহারায় থাকা লোকদের মারধর করে। তখন তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসী একত্রিত হয়ে ট্রলারে থাকা যুবকদের মারধর করে।
এদিকে ট্রলারে থাকা যুবকরা জানায়, তারা মেঘনার পশ্চিম পাড়ে চরে ঈদ আনন্দ করতে গিয়েছিলো। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে আসলে প্রায় ১২ থেকে ১৩জন যুবক তাদের উপর হামলা চালায়। তখন তারা আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন শিশুও তাদের সাথে নদীতে ঝাঁপ দেয়। তবে হামলার কারণ সম্পর্কে তারা কিছুই বলেনি।
ভাটেরগাঁও এলাকার একজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে এ নিয়ে মানুষের মাঝে আলোচনা হচ্ছে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি। আহতরা এলাকায় গিয়ে চিকিৎসা নিয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হাজীগঞ্জের ট্রলারে থাকা যুবকদের তথ্য মতে তারা ৮৫জন ছিলো। এর মধ্যে ৪৬জনের খোঁজ পেয়েছে। ৪জন চাঁদপুরে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কেউ কেউ আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেছে। যারা সুস্থ রয়েছে তারা বলেছে, রাতে হাজীগঞ্জে গিয়ে তারা তালিকা দেখে বলতে পারবে কেউ নিখোঁজ আছে কিনা।
চাঁদপুর মডেল থানার এসআই মিরাজ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে হাসপাতাল থেকে আহতদের তথ্য সংগ্রহ করেছে।

 

সর্বাধিক পঠিত