• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে নবজাগরণ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশ:  ১০ জুন ২০১৯, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসায় নবজাগরণ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।  মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদকে রুখতে এবং জনসচেতনতা গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্বোধন করেন রূপসা ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি সংগঠন প্রতিষ্ঠা সহজ নয়। এর একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য থাকা প্রয়োজন। নবজাগরণ ক্লাব একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন হিসেবে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং জঙ্গিবাদের মতো সামাজিক অপরাধ দূর করতে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের সদস্যরা যদি তাদের কর্মদক্ষতা দিয়ে সমাজকে অপরাধমুক্ত করতে পারে, তবেই পরিবার, সমাজ এবং দেশ উপকৃত হবে।
রূপসা বাজারের চৌধুরী প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনের সভাপতি রিয়াদ হোসেনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নূরুজ্জামান পাটওয়ারী (রিপন)-এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দৈনিক আলোকিত একুশে সংবাদের সম্পাদক ও প্রকাশক এম হেদায়েত উল্ল্যা মানিক, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান, সহ-সভাপতি নূরের রহমান ও ব্যবসায়ী মাসুদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত