• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পুরানবাজারে আবারও রাইস মিলের ছাই উড়ছে,জনগনের দুর্ভোগ

প্রকাশ:  ১৭ জুন ২০১৯, ১৩:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরানবাজারে আবারও  রাইস মিলের  ছাই উড়ছে  বলে জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ  করে বলেন, গত ৩ দিন যাবত ভোর থেকে সকাল সাডে ৯ টা পযর্ন্ত লোহারপুল রয়েজ রোড,পলাশের  মোর, ৫নং ঘাট,গালর্স স্কুল, মধুসূদন স্কুল,নিতাইগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় প্রচুর পরিমানে ছাই উড়ছে ।এসব এলাকায় ৯ টি অটো রাইস মিলের অবস্থান।  সেগুলো হচ্ছে ময়নামতি,চাঁদপুর,খাজাবাবা,বাবা,আজমিরী,তফাদার,মেঘনা,মৌসুমি ও আরিফ অটো রাইস মিল।এসব  মিলের কোন না কোন মিল থেকেই ছাই উড়ছে। এ ছাই উড়ে স্কুলের ছেলেমেয়ে ও পথচারীর চোখে মুখে আঘাত হানছে এবং এলাকায়পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।

মিলের ছাই ও ধানের তুষ উড়ে আশ-পাশের প্রতিটি বাড়ির ঘরের পরিবেশ এবং আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে।অনেকেই ছাই পড়ে চোখের সমস্যায় ভুগছেন।ধানের তুষ, ছাই বিড়ম্ভনায়  অতিষ্ঠ হয়ে উঠেছে রয়েজ রোড়, ঘোষপাড়া,ম্যারকাটিজ রোড় ও নিতাইগঞ্জবাসী। এ ভোগান্তি নিয়ে  এলাকাবাসী  কয়েক দফা মানববন্ধন ও অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। ফলে পরিবেশের চরম বিপর্যয় ও চোখ নষ্ট হবার শংন্কার মধ্যেই বসবাস  এবং  রাস্তায় চলাচল অসংখ্য মানুষ।ছাই উড়া বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেচাঁদপুর রাইস মিল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী জানিয়েছেন।