• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে গণসচেতনতায় বাউল গান

প্রকাশ:  ২০ জুন ২০১৯, ০৯:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, জন্মবিরতিকরণ এবং জেন্ডার বিষয়ে সাধারণ জনগণের মাঝে গণসচেতনতা বৃদ্ধিতে বাউল গান পরিবেশিত হয়েছে। ১৩ জুন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ গান পরিবেশন করা হয়।
বাউল গানের মধ্য দিয়ে পরিবার পরিকল্পনা বিষয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন। এ সময় উপজেলার নারায়নপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মিঠুন মন্ডল, সহকারী পরিদর্শক সেলিনা বেগম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পরিদর্শক আতাউর রহমানসহ শতাধিক শ্রোতা উপস্থিত ছিলেন। গণসচেতনতায় আলাউদ্দিন বাউল শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় একাধিক গান পরিবেশন করা হয়।

সর্বাধিক পঠিত