• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

প্রকাশ:  ২০ জুন ২০১৯, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা এসডিজি বিষয়ক সমন্বয়কারী মোহাম্মদ শওকত ওসমান।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলামের সভাপ্রধানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুভাশিষ ঘোষ, মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) নূসরাত শারমিন ও ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন।
প্রতি গ্রুপে ১০ জনের অংশগ্রহণে ৮টি গ্রুপ নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন নিয়ে সকলকে অবগত করা হয়। পরে প্রতিটি গ্রুপ থেকে জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি অভীষ্টের মধ্যে বাংলাদেশ সরকারের গৃহিত লক্ষ্যমাত্রা নিয়ে মতামত ও করণীয় সম্পর্কে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সর্বাধিক পঠিত