• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাবলিক প্লেসে ধূমপান করায় ৮ ব্যক্তির অর্থদন্ড

প্রকাশ:  ২১ জুন ২০১৯, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদ- করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন। এ সময় পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৮ ব্যক্তিকে জরিমানা করা হয়। এরা হলেন : মোঃ নূরুল ইসলাম (৬২), আবু সাঈদ (২৫), মোঃ সাইমুন (৩০), সাইফুদ্দিন (৪০), মোঃ আবুল কালাম (৩৫), মনোয়ার মিজি (৩০), মোঃ আনোয়ার গাজী (৩৮) ও ইমাম হোসেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহন আইনের ৪ ধারায় ৮ ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যক্তির প্রত্যেককে ১শ’ টাকা করে ৮শ’ টাকা জরিমানা এবং আর পাবলিক প্লেসে ধূমপান না করার জন্যে তাৎক্ষণিক প্রত্যেককে অঙ্গীকার করিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারী ইন্সপেক্টর এসএম সাইফুদ্দিন, সহকারী স্যানেটারী ইন্সপেক্টর নিনা আক্তার ও মোবাইল কোর্টের পেশকার মোঃ মনিরুজ্জামান।

 

 

সর্বাধিক পঠিত