• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডেঙ্গু জ্বরে চাঁদপুর জেলায় আক্রান্ত ৫৫১, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬

প্রকাশ:  ২১ আগস্ট ২০১৯, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গত ৭ জুলাই থেকে ২০ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬জন।
মঙ্গলবার ২০ আগস্ট বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে এসব তথ্য পাওয়া যায়। হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালে ৫৫১ জন রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৪৭ জন। উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে ১৬৪ জনকে। ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫৪জন।
এছাড়াও ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের মধ্যে চাঁদপুরে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন, লক্ষ্মীপুরে ৬ জন, শরীয়তপুরে ১ জন, খুলনায় ২ জন, চট্টগ্রামে ১ জন। আর গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ১৬ জনের মধ্যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০ জন এবং বাকি  ৬জন চাঁদপুরে আক্রান্ত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুরুষ ২৫ জন, নারী ১০ জন ও শিশু ৫ জনসহ মোট ৪০ জন।
তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম বলেন, ৭ জুলাই থেকে হাসপাতালে ভর্তি হওয়া ৫৫১ জন রোগীর মধ্যে ৩৪৭ জনকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি। গত ক’দিনের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কমেছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসকগণ সেবা দেয়ার জন্যে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

 

সর্বাধিক পঠিত