• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গতকাল সন্ধ্যায় চাঁদপুর শহরে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রকাশ:  ২৫ মার্চ ২০২০, ১০:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা আসার সাথে সাথে চাঁদপুর শহরে পুলিশ সাঁড়াশি অভিযানে নামে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনসহ পুলিশ ফোর্স এবং গোয়েন্দা পুলিশ সন্ধ্যার সাথে সাথে রাস্তায় নেমে হোটেল, রেস্তোঁরা, চায়ের স্টল তথা যেখানে যেখানে আড্ডা হয় সব জায়গায় অভিযান চালিয়ে বন্ধ করে দেন। একই সাথে রাস্তায় থাকা সিএনজি অটোরিকশা এবং অটোবাইকও অযথা স্ট্যান্ডবাই থাকতে দেয়া হয় নি। আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানের পর পর শহর বলতে গেলে অনেকটা ফাঁকা হয়ে যায়। প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে জনগণ।