• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে এক নারীর করোনা পজিটিভ ভবন লকডাউন

প্রকাশ:  ১৬ মে ২০২০, ০৯:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডে এক নারীর (৪০) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে ওই নারীর বাসস্থান সম্বলিত পুরো ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন ও পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে ওই নারী ব্যতীত ৪ সদস্যের ওই পরিবারের সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত নারীসহ পরিবারের সবাই সুস্থ আছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

করোনায় আক্রান্ত ওই নারী হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেট সংলগ্ন ট্রাক রোডের একটি বাড়ির ভাড়া বাসায় থাকেন। গতকাল শুক্রবার প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এর পরপরই বাড়িটি লকডাউন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, ওই নারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় সংক্রমণ রোধে বাড়িটি লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, এ নারীসহ হাজীগঞ্জে এ পর্যন্ত মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং অপর একজন (চাঁদপুর শহরের মাদ্রাসা রোডে বাসা, পিতৃভূমি রাজারগাঁও মাটি দেয়া হয়েছে) মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জে যে ৫ জন মারা গেছেন তাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

সর্বাধিক পঠিত