• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নার্সিং সুপারভাইজারসহ আরো দুই স্বাস্থ্য কর্মী আক্রান্ত, মোট আক্রান্ত ৬৭

প্রকাশ:  ১৭ মে ২০২০, ১৮:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
কোভিড-১৯ তথা করোনাভাইরাস চিহ্নিত করার জন্যে চাঁদপুরে স্যাম্পল কালেকশান হাজার ছাড়িয়েছে। রিপোর্টও এসেছে প্রায় সাড়ে নয় শ’। আর প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৬৭ জন। গতকাল প্রাপ্ত রিপোর্টে যে দুজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে তারা দু’জনই স্বাস্থ্য কর্মী। একজন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্টাফ আর অপরজন হচ্ছেন আড়াই শ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার। তাঁর সন্তানও ক’দিন আগে আক্রান্ত হন। গতকাল শনিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে করোনা ভাইরাস পরীক্ষার ৪৩ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২জনের রিপোর্ট পজিটিভ আসে। এরা দুজনই স্বাস্থ্যকর্মী। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে দুইজন চিকিৎসকসহ ১২ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন। গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে পরীক্ষার জন্যে ১ হাজার ৬ জনের স্যাম্পল ঢাকা পাঠানো হয়। এর মধ্যে রিপোর্ট আসে ৯শ’ ৩৪ জনের। এসব রিপোর্টের মধ্যে ৬৭জনের পজিটিভ অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। এই ৬৭ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায়ই ৩৯ জন। এর মধ্যে চাঁদপুর পৌর এলাকায় রয়েছে ৩৪ জন। বাদবাকি চাঁদপুর সদরসহ অন্য ৮ উপজেলায়। আক্রান্ত রোগীদের মধ্যে ৪ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। আর ১৪জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৯ জন।

সর্বাধিক পঠিত