• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৩১ মে পর্যন্ত চাঁদপুর শহরে ছোট-বড় সকল ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে : সিনিয়র সচিব মোঃ শাহ কামাল

প্রকাশ:  ১৭ মে ২০২০, ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল চাঁদপুরের কথিত লকডাউন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঢাকা থেকে চাঁদপুর শহরে আসার সময় মুন্সীরহাট বাজার এলাকার অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি সিদ্ধান্ত দেন আগামী ৩১ মে পর্যন্ত চাঁদপুর শহরে ছোট-বড় সকল ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। আর এটি কার্যকর করার জন্যে এসব গাড়ির চালককে ত্রাণের আওতায় নিয়ে আসা হবে। গতকাল শনিবার চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় সচিব শাহ্ কামাল এই নির্দেশনা দেন। করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর জেলায় গৃহীত কার্যক্রম তদারকি উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধগণের সাথে মতবিনিময় সভা গতকাল শনিবার দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল। সভার শুরুতেই তিনি চাঁদপুরের সিভিল সার্জনের কাছ থেকে এ জেলার করোনা পরিস্থিতি জানতে চান। সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ এই জেলার বর্তমান করোনা পরিস্থিতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। সচিব শাহ্ কামাল সিভিল সার্জন থেকে সব তথ্য শুনে তাঁকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আপনি হচ্ছেন লিডার। আর ডিসি, এসপিসহ আমরা যারা আছি সবাই আপনার সহযোগী। আপনি যেভাবে বলবেন সে অনুশাসন আমরা মেনে চলবো। সচিব বলেন, ২০১৮ সালের আইন অনুযায়ী আপনাকে (সিভিল সার্জন) ক্ষমতা দেয়া হয়েছে। আপনি জাতীয় গাইডলাইন অনুসরণ করে একটি অনুশাসন জারি করবেন, আমরা সেটা অনুসরণ করবো। এরপর সচিব শাহ্ কামাল সভায় উপস্থিত কমিটির সদস্যদের বক্তব্য শুনেন। এছাড়া তিনি ভিডিও কলের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইওদের সাথে কথা বলেন। সভায় সচিব শাহ্ কামাল চাঁদপুর পৌরসভাসহ বিভিন্ন উপজেলায় ত্রাণ পরিবহনের জন্যে সরকার থেকে যে ব্যয় বরাদ্দ দেয়া হয় সে বরাদ্দ পৌর মেয়র এবং ইউপি চেয়ারম্যানদের কাছে না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তার ক্ষোভ প্রকাশ করেন এবং কেনো ত্রাণ পরিবহনের ব্যয় তিনদিন যাবৎ তার কাছে রাখা হলো তার ব্যাখ্যা জানতে চান। ইউএনও শিরিন আক্তার সঠিক জবাব না দিতে পারায় তিনি তাকে ভর্ৎসনা করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সভায় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নির্দেশ দেন। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম পরিচালক মোঃ জহিরুল হক, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলম পলাশ ও সাধারণ সদস্য তালহা জোবায়ের। সভায় সচিব শাহ্ কামাল চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি চাঁদপুরে লকডাউন কীভাবে পুরোপুরি বাস্তবায়ন করা যায় তার কিছু দিকনির্দেশনা দেন। এ সব দিকনির্দেশনা বাস্তবায়নে পুলিশ সুপারসহ সভায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা কঠোর অবস্থানে যাবেন বলে ঘোষণা করেন। এছাড়া অন্যান্য বক্তা চাঁদপুরে লকডাউন কীভাবে পুরোপুরি বাস্তবায়ন করা যায় তার উপর নানা পরামর্শ দেন।

সর্বাধিক পঠিত