• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রফেসর মনোহর আলীর দাফন সম্পন্ন

প্রকাশ:  ২০ মে ২০২০, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের অন্যতম সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যক্ষ প্রফেসর মনোহর আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ ফজর ঐতিহাসিক বেগম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। জানাজা শেষে তাঁকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডস্থ পৌর গোরস্তানে দাফন করা হয়। তিনি গত ১৮ মে সোমবার বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন প্রফেসর মনোহর আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে চাঁদপুর শহর সহ পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

প্রফেসর মনোহর আলী চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরে যাওয়ার পর সচেতন নাগরিক কমিটি-সনাক, চাঁদপুর শাখার আহ্বায়ক পদে ৭ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সনাকের সদস্য ছিলেন।

সর্বাধিক পঠিত