• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে করোনাভাইরাসে আরো একজন আক্রান্ত

প্রকাশ:  ২১ মে ২০২০, ০৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলবে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সে মতলবস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর'বি) এক চিকিৎসকের ছেলে। এ নিয়ে উপজেলায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে।


জানা যায়, গত ১৭ মে রোববার মতলবস্থ আইসিডিডিআরবি হাসপাতালসহ ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত রোগী হাসপাতালের চিকিৎসকের ছেলে। তার বয়স ১০। বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাসপাতালে স্টাফ কোয়ার্টারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাধবী রাণী (৪০)-এর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বলেন, উপজেলায় ১০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। আজ (গতকাল) ২০ মে ১০ জনের মধ্যে ৭ জনের রিপোর্ট এসেছে, তন্মধ্যে ১ জনের করোনা পজিটিভ ও ৬ জনের করোনা নেগেটিভ এসেছে। এ পর্যন্ত উপজেলায় ৬ জন করোনা পজিটিভ রয়েছে।

সর্বাধিক পঠিত