• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাতারে কোথায়ও ঈদের জামাত হবে না, ওয়াকফ মন্ত্রানায়লয়।

এ বছর ২০২০ইং কাতারে কোথায়ও ঈদুল ফেতরের জামাত অনুষ্ঠিত হবে না। বরং সব মসজিদ বন্ধ থাকবে।

প্রকাশ:  ২২ মে ২০২০, ১৪:৪৬
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

কাতারে কোথায়ও ঈদের জামাত হবে না, ওয়াকফ মন্ত্রানায়লয়।

ইউসুফ পাটোয়ারী লিংকন

এ বছর ২০২০ইং কাতারে কোথায়ও ঈদুল ফেতরের জামাত অনুষ্ঠিত হবে না। বরং সব মসজিদ বন্ধ থাকবে। মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায়ও বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এই সিদ্বান্ত কার্যকর থাকবে। কাতার ওয়াকফ মন্ত্রানায়লয় গত বৃহস্পতিবার দুপুরে এই সিদ্বান্ত জানিয়েছে।

কেবলমাত্র জাতীয় মসজিদ মুহাম্মদ বিন আব্দুল ওহাব জামে মসজিদে ৪০ জন মুসল্লির উপস্থিত থাকবেন। এতে বাইরের কেউ তাতে অংশ নিতে পারবেনা।

খুতবা ও নামাজ টেওভিশনে সম্প্রচার করা হবে। তবে কোনভাবেই টেলিভিশন দেখে ইমামের অনুকরণ করা যাবে না।

 (কোভিড–১৯) করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র মসজিদগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাতার ওয়াকফ মন্ত্রনালয়। 

সর্বাধিক পঠিত