• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

করোনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের পাশে চিকিৎসক সাংবাদিক পুলিশ ও জনপ্রতিনিধি

প্রকাশ:  ২৭ মে ২০২০, ২৩:১০ | আপডেট : ২৭ মে ২০২০, ২৩:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় জাহাঙ্গীর বেপারী (৪৫) নামে এক লোক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। পরে গত শুক্রবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে এলাকার কিছু লোক নানাভাবে বিরক্ত করছে এবং ফোনে নানা আপত্তিকর মন্তব্য করছে। এমন অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন গতকাল মৃত জাহাঙ্গীর বেপারীর বাসার এলাকায় যান এবং তার স্ত্রীর সাথে কথা বলেন। ডাঃ পলিনের সাথে ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ নাসরিন সুলতানা, মডেল থানার এসআই আওলাদ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী ও সাংবাদিক আশিক বিন রহিম। ডাঃ পলিনসহ অন্যরা মৃত জাহাঙ্গীর বেপারীর স্ত্রীকে সান্ত্বনা দেন এবং এলাকাবাসীকে তাদের প্রতি সহানুভূতি দেখানোর অনুরোধ জানান। একই সাথে কেউ যদি তাদের সাথে খারাপ আচরণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ডাঃ পলিন হুঁশিয়ার করে দেন। এ সময় ডাঃ পলিন মৃত জাহাঙ্গীর বেপারীর স্ত্রীকে একটি শাড়ি কাপড় গিফট করেন এবং মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের পক্ষ থেকে তাকে কিছু খাদ্যদ্রব্য উপহার হিসেবে প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত