• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রবাসে করোনায় আক্রান্ত বাবার চিন্তায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ:  ৩০ মে ২০২০, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এমনিতে কিডনি আক্রান্ত বাবা প্রবাসে আছেন সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে। তার উপর আবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাবা। অসুস্থ থাকায় ক'দিন ধরে বাবার সাথে কথা বলতে পারেনি চাঁদনী। বাবার অনেক আদরের মেয়ে চাঁদনী। চাঁদনী সেটা বুঝে। বাবার আদরের হয়ে বাবার সাথে কথা বলতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় সে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জে। বৃহস্পতিবার সকালে নাসরিন আক্তার চাঁদনী নিজ ঘরে গায়ে আগুন দেয়ার পরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে শুক্রবার দুপুরে ছাত্রীটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।


চাঁদনী ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ও ফল প্রত্যাশী। তার বাবা আনোয়ার হোসেন কাতার প্রবাসী। তারা ২ বোন ১ ভাই। তবে চাঁদনীর প্রতিবেশীরা দাবি করেছে, সে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছে।


স্থানীয়দের সূত্রে জানা যায়, ছাত্রীটির বাবা অসুস্থ থাকায় বেশ বিছুদিন ধরে তারা অর্থ সংকটে চলছে। তবে সরকারিভাবে প্রাপ্ত সকল ত্রাণসহ প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ২৫০০ টাকা তার পরিবার পেয়েছে।


স্থানীয়রা আরো জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী। এ সময় সেখানে কেউ ছিল না। পরে চিৎকার শুনে ওই ঘরে ঢুকে বাড়ির লোকজন। তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যায় তারা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান, চাঁদনীর শরীরের ৮০ ভাগই আগুনে পুড়ে গেছে। মৃতের সঙ্গে ঢামেকে অবস্থানরত তার দূর সম্পর্কের চাচা ও পুলিশের এসআই আরিফ দুপুর ২টায় মুঠোফোনে জানান, চাঁদনী মারা গেছে। এ নিয়ে শাহবাগ থানায় জিডি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে। হাজীগঞ্জ থানার অফিসার আলমগীর হোসেন রনি জানান, যতদূর শুনেছি মেয়েটি নিজেই গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা কাতারে করোনায় আক্রান্ত হয়েছে।