• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শত ছাড়ালো

চাঁদপুরে আরো ১৪ জনের করোনা শনাক্ত, জেলা মোট আক্রান্ত ১৮০

প্রকাশ:  ৩০ মে ২০২০, ১৩:০০ | আপডেট : ৩০ মে ২০২০, ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহামারী করোনাভাইরাসের প্রকোপ কোনো ভাবেই থেমে নেই। যত টেস্ট করানো হচ্ছে ততই করোনা রোগী শনাক্ত হচ্ছে। এরই ধারাবাহিকতা চাঁদপুরেও অব্যাহত রয়েছে। ৩০ মে প্রাপ্ত রিপোর্টে আরো চাঁদপুরে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১২ জন ও হাজীগঞ্জের ২ জন রয়েছেন। এর ফলে চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শত ছাড়ালো। শনিবার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮০জন।

সূত্র জানায়, শনিবার মোট ৯৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকিগুলো করোনা নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০৩, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ১১, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৯, শাহরাস্তিতে ১১ ও হাইমচরে ৪জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চাঁদপুর জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ২ জন, উপসর্গ নিয়ে মৃত্যু ৪ জনের।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম জানান, সদর উপজেলায় নতুন আক্রান্ত ১২জনের মধ্যে নাম, ঠিকানা ও বয়স জানা গেছে। এরা হচ্ছেন- বিটি রোডের ১ যুবক (২৬), তরপুরচন্ডির এক যুবক (২২), তরপুরচন্ডির ১ যুবক (২৯), তরপুরচন্ডির ১ নারী (২১), মিশন রোডের ১ নারী (২১), মিশন রোডের ১ যুবক (২৭), মিশন রোডের ১ নারী (৪৭), মিশন রোডের ১ পুরুষ (৫৩), গুয়াখোলার ১ শিশু (৮), নতুনবাজার এলাকার ১ পুরুষ (৬১), বাবুরহাটের ১ নারী (৩০), চাঁদপুর জেলা কারাগারের ১জন (৪৬)। তাদের নাম জানা গেলেও প্রকাশ করা হলো না।