• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে অগ্রণী ব্যাংক কর্মকর্তার বাসা লকডাউন

প্রকাশ:  ১১ জুন ২০২০, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা আক্রান্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তার মতলব দক্ষিণ উপজেলার মোবারকদীস্থ ভাড়া বাসাটি লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নির্দেশে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম গিয়ে লাল পতাকা এবং সাইনবোর্ড ঝুলিয়ে ওই বাড়িটি লকডাউন করে দেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, থানার এএসআই হেলাল উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল উপস্থিত ছিলেন।

গত ৯ জুন অগ্রণী ব্যাংক কর্মকর্তা সালেহ আহমেদ (৩৩)-এর করোনা পজিটিভ আসে। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। বর্তমানে মতলব পৌরসভার মোবারকদীতে কাজী সুলতান আহমদের বাড়িতে ভাড়া থাকেন। তিনি অগ্রণী ব্যাংক চাঁদপুর পুরাণবাজারে শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী বরদিয়া কাজী সুলতান আহমদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

সর্বাধিক পঠিত