• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ১৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৭৮

প্রকাশ:  ১৬ জুন ২০২০, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় এবার পুলিশ ও  স্বাস্থ্যকর্মীসহ আরো ১ ৫জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসে ১০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি করোনা পজেটিভ, ১টি নেগেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে হাইমচরের ১ জন, ফরিদগঞ্জের ৩ জন, শাহরাস্তির ১ জন, মতলব দক্ষিণের ২ জন, মতলব উত্তরের ২ জন রয়েছেন। এর মধ্যে মতলব উত্তরে শনাক্তকৃত ২জনের মধ্যে মৃত শামছুল হক (৬২) ও রয়েছেন।

এর বাইরে মতলব আইসিডিআরবি’র আরো ৬জনের করোনা রিপোর্ট পজেটিভ জানা গেছে। তারা স্থানীয়ভাবে তাদের গবেষণা কেন্দ্রে নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিডিআরবিতে পাঠান। মঙ্গলবার তাদের রিপোার্ট পজেটিভ বলে জানা গেছে। তারা মতলব দক্ষিণে অবস্থান করায় জেলার করোনায় আক্রান্তদের মধ্যে তাদের নামও অন্তর্ভুক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৮। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৬২জন, ফরিদগঞ্জে ৫৭জন, হাজীগঞ্জে ৫৮জন, শাহরাস্তিতে ৬৩জন, মতলব দক্ষিণে ৫০জন, কচুয়ায় ২৮জন, হাইমচরে ৩১জন ও মতলব উত্তরে ২৭জন।

এছাড়া জেলায় মোট ৩৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১জন, হাজীগঞ্জে ১২জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ৪জন ও মতলব দক্ষিণে ১জন।

সর্বাধিক পঠিত