• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন আর নেই

প্রকাশ:  ১৬ জুন ২০২০, ১৩:৪৩ | আপডেট : ১৬ জুন ২০২০, ১৪:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি, লেখক, শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন আর বেঁচে নেই (ইন্নালিল্লাহে----------রাজেউন)। সোমবার ভোর রাতে তিনি শহরের মাদ্রাসারোডস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন । বিকেল সাড়ে ৩টায় বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা জামে মসজিদে  ১ম জানাজা, ২য় জানাজা হাজীগঞ্জের অলিপুর গ্রামে নিজ বাড়িতে বাদ আছর অনুষ্ঠিত হবে।

তবে তিনি রাতে ঘুমানোর আগ পর্যন্ত কোন ধরণের অসুস্থ্ ছিলেন না বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমের বড় ছেলে সজিব জানান,  তার পিতা সোমবার রাতে খাবার খেয়েছেন। প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। সকালে তার কক্ষে অন্ধকার দেখে ওই কক্ষে প্রবেশ করেন। পিতার নিস্তব্দতা স্থানীয় চিকিৎসক ডেকে এনে নিশ্চিত হন তিনি মারা গেছেন। তার ছোট ছেলে রাজিব ঢাকায় থাকেন। সে আসলে মরহুমের নামাজে জানাযার সময় নির্ধারণ হবে। প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের ইচ্ছানুযায়ী তাকে নিজ বাড়ি হাজীগঞ্জের অলিপুরে তাকে দাফন করা হবে।

অপরদিকে চাঁদপুরের সকলের পরিচিত মুখ প্রকৌশলী মোঃ  দেলোয়ার হোসেন এর মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। চাঁদপুরের সুধীমহন মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেছেন

সর্বাধিক পঠিত