• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলার করোনা রোগীর এক তৃতীয়াংশেরও বেশি চাঁদপুর সদরে শহরে আক্রান্ত ২২১

প্রকাশ:  ২৩ জুন ২০২০, ০৯:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় গতকাল পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৬১০ জন। এর মধ্যে সদর উপজেলায়ই হচ্ছে ২৪৮ জন। যা মোট রোগীর এক তৃতীয়াংশেরও বেশি। এদিকে উপজেলার ২৪৮ জনের মধ্যে চাঁদপুর শহরেরই হচ্ছে ২২১ জন। বাদবাকি ২৭ জন হচ্ছে উপজেলার নয়টি ইউনিয়নে। এছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৭ জন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় হচ্ছে ১২ জন। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন এসব তথ্য জানান।


তিনি আরো জানান, সদর উপজেলার যে নয়টি ইউনিয়নে ২৭ জন আক্রান্ত হয়েছেন তার পরিসংখ্যান হচ্ছে : আশিকাটি ১, রামপুর ৫, বালিয়া ৪, মৈশাদী ৪, চান্দ্রা ১, বাগাদী ২, কল্যাণপুর ৩, শাহমাহমুদপুর ৪ ও লক্ষ্মীপুর ইউনিয়নে ৩ জন। বাদবাকি ২২১ জন শহরের বিভিন্ন এলাকায়। তবে পৌরসভার ১৫টি ওয়ার্ডেই কমবেশি করোনা রোগী রয়েছে। আবার সুস্থও হয়েছেন অনেকে।

এদিকে সদর উপজেলায় রোগী বেশি হওয়ার কারণ অনুসন্ধান করে জানা গেছে, অন্যান্য উপজেলার রোগীও সদরে পাঠিয়ে দেয়া হচ্ছে। কাউকে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ থেকে পাঠিয়ে দেয়া হচ্ছে, আবার কেউ কেউ নিজেরাই সদরে এসে স্যাম্পল দিচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। কেউ কেউ সদর হাসপাতালেও ভর্তি হচ্ছে। সে জন্য সদরে রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ডাক্তাররা একটু রিলাঙ্ থাকার জন্যে ইচ্ছা করেই রোগীদেরকে চাঁদপুরে পাঠিয়ে দিচ্ছে।

সর্বাধিক পঠিত