• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মোটরসাইকেল চালানোর পরিণতি

স্কুলছাত্র শিহাব বিকেলে সবান্ধবে বেরিয়ে রাতে বাড়ি ফিরলো লাশ হয়ে

প্রকাশ:  ২৩ জুন ২০২০, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মোটরসাইকেলের প্রতি বিশেষ সখ যে কোনো কিশোর যুবক কিংবা মধ্য বয়সীদের মাঝে বিদ্যমান। হালের ক্রেজ মোটরসাইকেল চালানো এ সকল বয়সীদের বিশেষ সৌখিনতা। সেই সৌখিনতা আবার কারো কারো জন্যে হয়ে উঠে শোকের খবর। তেমনি এক শোকের ঘটনা ঘটে হাজীগঞ্জে। গত রোববার বিকেলে স্কুলছাত্র শিহাব (১৫) নিজের মোটরসাইকেল চালানোর জন্যে বন্ধুরাসহ বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেন লাশ হয়ে। ঘটনাটি উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে। সোমবার সিহাবকে পারিবারিক করবস্থানে দাফন করে হয়েছে।


নিহত শিহাব স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে সুবিদপুর গ্রামের মুন্সী বাড়ির সেলিমের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কিছুদিন হলো শিহাব নতুন করে মোটরসাইকেল চালানো শিখেছে। গত রোববার বিকেলে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালাতে বাড়ি থেকে বের হয়। এর কিছু পরে বলাখাল-রামপুর সড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় তার মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হয় শিহাব।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর কিছু পরেই রোববার রাতে কর্মরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া রোববার রাতেই শিহাবের মরদেহ হস্তান্তর করা হয়েছে।