• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে করোনা টেস্টিং ল্যাব চালু করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

প্রকাশ:  ২৮ জুন ২০২০, ১৪:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জুলাইর তৃতীয় সপ্তাহে চাঁদপুরে কোভিড-১৯ টেস্টিং ল্যাব চালু করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। ল্যাবটি যেখানে হবে সে ফ্ল্যাটটিতে একসাথে চারটি সেক্টরের লোক কাজ করছে। রাজমিস্ত্রি, ইলেক্ট্রিক, রং মিস্ত্রি ও স্যানিটারি এই চারটি সেক্টরের ১৯ জন লোক এখন দিনরাত কাজ করছেন।


এই কাজ তদারকির দায়িত্বে থাকা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এবং সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন জানান, জুলাইর ২০ তারিখের মধ্যে এখানে ল্যাব চালু করার লক্ষ্য নিয়েই মাননীয় শিক্ষামন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আশা করি শিক্ষামন্ত্রী মহোদয় যে ওয়াদা করেছেন জুলাইর প্রথম সপ্তাহে ল্যাব চালু করার, তা করতে পারবেন।

 


গতকাল শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, যেখানে কোভিড-১৯ টেস্টিং ল্যাব স্থাপন হবে, সে ফ্ল্যাটে লেবাররা কাজ করছেন। কাজ তদারকি করছেন সাখাওয়াত হোসেন। তিনি জানান, কাজের অবস্থা এবং অগ্রগতি ভিডিও কলের মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) করোনা টেস্ট ল্যাবরেটরির বিশেষজ্ঞ টিমকে দেখানো হচ্ছে।

উল্লেখ্য, চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে করোনা টেস্টিং ল্যাব স্থাপন হতে যাচ্ছে। ভাষাবীর এমএ ওয়াদুদের একমাত্র কন্যা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতায় এই ল্যাবটি স্থাপন হচ্ছে।