• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৫৬

প্রকাশ:  ২৯ জুন ২০২০, ১৭:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুরে সোমবার আরো ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, কচুয়ার ৫জন, শাহরাস্তির ৪জন, হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের মৃত ১জন। ফরিদগঞ্জে করোনা শনাক্তকৃত ব্যক্তি কাছিয়ারার দুলাল রাজা (৭০) ইতিপূর্বে উপসর্গে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৬। আর মৃত বেড়ে হলো ৫৭জন। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (২৯ জুন) ৪৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮৫৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২১জন, শাহরাস্তিতে ৯৭জন, মতলব দক্ষিণে ৯৫জন, হাজীগঞ্জে ৮৮জন, ফরিদগঞ্জে ৮৪জন, হাইমচরে ৬৯জন, মতলব উত্তরে ৬২জন ও কচুয়ায় ৪০জন। জেলায় মোট ৫৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৫জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।