• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নতুন ১৪ জনসহ জেলায় করোনা শনাক্ত ৮৫৬ সুস্থ ২৬৮

প্রকাশ:  ৩০ জুন ২০২০, ০৯:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত নুতন করে আরো ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত একজন। নতুন ১৪জনসহ জেলায় এখন মোট করোনায় আক্রান্ত রোগী ৮শ' ৫৬ জন। আর মৃতের সংখ্যা হচ্ছে ৫৭ জন। গতকাল নতুন যে ১ জন মৃত ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তিনি হচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের দুলাল রাজা (৭০)। তিনি কিছুদিন আগে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর গতকাল নমুনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এদিকে গতকাল একদিনে ১৬ জন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এই নিয়ে গতকাল পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে ২শ' ৬৮ জনকে সুস্থ ঘোষণা করা হলো। বাদবাকি ৫শ' ৩১ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল নতুন করে যে ১৪ জন শনাক্ত হয়েছেন উপজেলা ভিত্তিক এর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৩, হাজীগঞ্জ ১, কচুয়া ৫, ফরিদগঞ্জ ১ ও শাহরাস্তি ৪ জন। চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল ৪৮ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১৪ জন ছিলো পজিটিভ। বাদবাকি ৩৪ জন হচ্ছে নেগেটিভ। আরও জানা যায়, গতকাল পর্যন্ত চাঁদপুর থেকে স্যাম্পল গিয়েছে ৪ হাজার ৪শ' ৯৭ জনের। এর মধ্যে গতকালকে ছিলো ১শ' ৮৯ জনের। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৩ হাজার ৯শ' ৯৯ জনের। রিপোর্ট পেন্ডিং অবস্থায় আছে ৪শ' ৯৮ জনের।