• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অ্যাডঃ তাহের হোসেন রুশদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ:  ০৫ জুলাই ২০২০, ১৩:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ৪ জুলাই (শনিবার) সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে শাহতলী কামিল মাদ্রাসা ও জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলে ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতীসন্তান মাইক্রো ফাইভার গ্রুপের পরিচালক (অর্থ) ডক্টর কামরুজ্জামান কায়সার।

 


ডক্টর কামরুজ্জামান কায়সার তাঁর বক্তব্যে বলেন, আমি প্রথমেই বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীর আত্মার মাগফেরাত কামনা করছি। আজকে যারা এ স্মরণ সভার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। তিনি ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তি। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, বরেণ্য আইনজীবী ও সমাজসেবক। এই বর্তমান সমাজে তাঁর মত লোক সত্যিই বিরল। তার পিতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে যত্ন করেছেন, লালন করেছেন। তারই ধারাবাহিকতায় মরহুর তাহের হোসেন রুশদী'র ছোট ছেলে সাংবাদিক সোহেল রুশদী প্রতিষ্ঠানগুলোর দেখভাল করছেন এবং ব্যাপক অবকাঠামো উন্নয়ন করছেন।

 


ভিডিও কলের মাধ্যমে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এবং অনুষ্ঠানের সভাপতি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী। তিনি বলেন, আমি দোয়া করছি মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়কে। তাঁর বদান্যতায় মরহুম রুশদী সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 


অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার। এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী কলেজের সিনিয়র প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মুহাম্মদ নূরুল বাতেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আবুল হাশেম রুশদী, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সোহরাব হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুর রহমান মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, জিলানী চিশতী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, হিসাব বিজ্ঞান প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদ, সহকারী লাইব্রেরীয়ান মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিম, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ সফিক কারী, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল কারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান মুন্সি, শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার খন্ডকালীন সহকারী শিক্ষক শামছুদ্দোহা, শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী, সমাজসেবক মোঃ সামছুল হুদা মুন্সি, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

স্মরণ সভাশেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসাইন।

দিনের শুরুতেই কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে কলেজ মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম ও কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অ্যাডঃ তাহের হোসেন রুশদী ইন্তেকাল করেন ।

সর্বাধিক পঠিত