• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের ২০ সহস্রাধিক গাছের চারা বিতরণ

প্রকাশ:  ০৭ জুলাই ২০২০, ১২:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ২০,৩২৫টি গাছের চারা বিতরণ করেছেন। উপজেলার বন বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধী গাছের এই চারা বিতরণ করেন।


বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার কথা অনুসারে প্রত্যেকে যদি ৩টি করে গাছ লাগাই, তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষ করি। এই হোক আমাদের অঙ্গীকার।

৬ জুলাই সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা বন কর্মকর্তা নাছির উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু প্রমুখ।

সর্বাধিক পঠিত