• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রবাসীর স্ত্রী ও তরুণীর আত্মহত্যা

প্রকাশ:  ০৮ জুলাই ২০২০, ১০:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলায় বিষপানে এক গৃহবধূ ও এক তরুণী আত্মহত্যা করেছে। ৭ জুলাই মঙ্গলবার উভয়ের মৃত্যু হয় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করলে লাশ দুটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পুলিশ মর্গে পাঠিয়েছে।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার আশি্বনপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মীম আক্তার (১৬) পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। একটি সূত্র জানা যায়, সে পড়ালেখা করা অবস্থায় প্রেম সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে শাসন করলে সে অভিমান করে সকলের অজ্ঞাতে কীটনাশক সেবন করে। গুরুতর অবস্থায় তাকে রাত ৩টা ৪৫ মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের দাস বাড়িতে বিষ খেয়ে এক প্রবাসীর স্ত্রী মারা যায়। দুবাই প্রবাসী নন্দলাল দাসের স্ত্রী নিপা রাণী দাস (২৫) পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপান করে। মঙ্গলবার সকালে নিপা রাণী দাসকে মুমূর্ষ অবস্থায় পরিবারের সদস্যরা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতাল থেকে চাঁদপুর মডেল থানাকে অবগত করলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সর্বাধিক পঠিত