চাঁদপুরে প্রথম দিনে করোনার টিকা : ৮ উপজেলায় টিকা নিলেন ১৪৮ জন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৫
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুরের ৮ উপজেলায় প্রথম দিনে করোনার টিকা নিলেন ১৪৮ জন। রোববার সকাল ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেলা ১১টায় চাঁদপুর সদর হাসপাতালে করোনা টিকাদান কেন্দ্রে টিকাদান শুরু হয়। প্রথমে টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা সিভিল সার্জন মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুর জেলার ৮ উপজেলায় প্রথমদিন ১৪৮ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে জেলায় ৩৬ হাজার জনকে টিকা দেওয়া হবে। এক মাস পর তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।