• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ফ্লাইঅ্যাশ ব্রিক, বস্নক মেকিং ফ্যাক্টরীর উদ্বোধন

সরকার পরিবেশবান্ধব অবকাঠামো তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ করছে : মেয়র জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর ফ্লাইঅ্যাশ ব্রিক, বস্নক মেকিং ফ্যাক্টরী এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির উদ্বোধন হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি রোববার দুপুরে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ভূঁইয়া বাড়িতে পরিবেশবান্ধব এ ফ্যাক্টরীর উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময় তিনি বলেন, চাঁদপুর শহরে এই প্রথম ফ্লাইঅ্যাশ এন্ড বস্নক মেকিং ফ্যাক্টরীর যাত্রা শুরু হয়েছে। পৃথিবীকে বাসযোগ্য করতে যে কোনো অবকাঠামো তৈরিতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার করতে এ ইট সহায়ক। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ রোধ করতে ফ্লাইঅ্যাশ এন্ড বস্নক মেকিং অপরিহার্য মাধ্যম। এছাড়াও এই পদ্ধতির মাধ্যমে নির্মাণব্যয়ও সংকোচন করা সম্ভব। দূষণ রোধ করতে সরকার পরিবেশবান্ধব অবকাঠামো তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ করছে।


তিনি আরও বলেন, প্রযুক্তির আলোকে পরিবেশ ভালো রাখতে চেষ্টা করা হচ্ছে। সনাতনী ইটের আর লাইসেন্স দেয়া হবে না। এতে খরচও ব্যয়বহুল। বস্নক ইট প্রযুক্তির কারণে সাউন্ডগ্রুপ। তেমনি ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বস্নক ইট তৈরির উদ্যোগ প্রশংসনীয়। পৌর এলাকায় উন্নয়নে এ সকল ইট ব্যবহার করতে ঠিকাদারদের সাথে আমি কথা বলবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ফ্লাইঅ্যাশ বস্নক মেকিং ফ্যাক্টরী এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ মাইনুদ্দিন ভূঁইয়া মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশের কুমিল্লা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব এ আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ চাঁদপুর শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ দাউদ খান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি প্রমুখ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ চাঁদপুর শাখার সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র অফিসার মোঃ নাজমুস সাকিব। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোঃ মোজাম্মেল। উপস্থিত ছিলেন সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বাধিক পঠিত