• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে করোনার টিকা নিলেন ইউএনও-সহ ২০ জন

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইউএনও শিউলী হরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীসহ উপজেলার ২০ জনকে কোভিড ভ্যাকসিন দেয়ার মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ফরিদগঞ্জে না নিলেও চাঁদপুরে টিকা নিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।


রোববার সকালে উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও শিউলী হরির টিকা গ্রহণের মধ্যে দিয়ে এই কর্মসূচির শুরু হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের লোকজন টিকাগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় কোভিড ভ্যাকসিন দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সদস্য বিশিষ্ট তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া তাদের সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবীদের কয়েকটি টিমও প্রস্তুত রয়েছে। টিকাদান কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে সফল করার জন্য প্রতিটি ইউনিয়নে প্রাথমিকভাবে একটি টিম প্রস্তুত করা হচ্ছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান, গত শনিবার ফরিদগঞ্জে ১১ হাজার ৮শ' ২২ ডোজ টিকা এসেছে। আমরা পর্যায়ক্রমে সকল মানুষকে টিকা দেয়ার চেষ্টা করবো। তবে সরকারিভাবে অগ্রাধিকার তালিকাভুক্ত ব্যক্তিদের টিকা দেয়া হবে। তবে অবশ্যই তাকে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সর্বাধিক পঠিত