• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি অব্যাহত

প্রথম ডোজ ৩৬ হাজার লোককে দেয়া হবে

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও টিকাদান কেন্দ্রগুলোতে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার চিকিৎসকসহ বিভিন্ন পেশার অনেকেই টিকা নিয়েছেন।


চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত উল্লাহ বলেছেন, এখন উপজেলা হেল্থ কমপ্লেক্সগুলোতে টিকা পাওয়া যাচ্ছে। দ্রুত এ টিকা ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়ার প্রক্রিয়া করা হচ্ছে। জেলায় প্রথম করোনা টিকা গ্রহণ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের জানান, আমাদের জেলায় ১ম ধাপে ৭২ হাজার কোভিড-১৯ টিকা এসেছে। যা প্রথম ডোজ ৩৬ হাজার লোককে দেয়া হবে। এরপর আবার ২য় ডোজ এই ৩৬ হাজার লোককে দেয়া হবে। যা সদর হাসপাতাল এবং ৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিতে পারবে।

তিনি বলেন, প্রতিদিন মোট ৮ কেন্দ্রে ২০ জন করে ১শ' ৬০ জনকে এ টিকা দেয়া হচ্ছে। ইতিমধ্যে ৩ হাজার লোক টিকা পেতে নিবন্ধন করেছেন। তাই নিঃসন্দেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসনীয় উদ্যোগ বিনামূল্যের এই টিকা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমি নিজে ছাড়াও জেলা প্রশাসক, পৌর মেয়র, জেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক এ টিকা গ্রহণ করেছেন। আমাদের কারোই কোন রকমের পার্শ্বর্ প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বলব_ কোন ভয়ভীতি না পেয়ে মহামারী করোনা থেকে মুক্ত থাকতে টিকা নিন।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন হয়েছে ৭ ফেব্রুয়ারি। এদিন রবিবার বেলা ১১টায় চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের করোনা টিকা প্রদান কেন্দ্রে-এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

সর্বাধিক পঠিত