হাজীগঞ্জে চাঁদের হাট সুপার শপের উদ্বোধন


চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র তথা বাণিজ্যিক শহর হিসেবে হাজীগঞ্জ যে খ্যাতি অর্জন করেছে তা আমাদেরকে ধরে রাখতে হবে। হাজীগঞ্জে যারা ব্যবসা করছেন বা নতুন করে ব্যবসা করতে আসবেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে আমরা হাজীগঞ্জকে গড়ে তুলবো।
গতকাল বুধবার হাজীগঞ্জ পশ্চিম বাজারে শেখ সিটি শপিং কমপ্লেক্সের বেজম্যান্টে ‘চাঁদের হাট সুপার শপ’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। পৌর মেয়র তাঁর বক্তব্যে আরও বলেন, ব্যবসায়িক কেন্দ্র হিসেবে হাজীগঞ্জ বাজারের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের সাথে চাঁদের হাট সুপার শপ সংযুক্ত হলো। আশা করি, চাঁদের হাট গুণগত মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ মুন্সী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসেন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটাঃ ইবনে মিজান নিশান, চাঁদের হাট সুপার সপের স্বত্বাধিকারী ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুর রহমান নূরু।
প্রভাষক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নূরুর রহমান বেলাল। এর আগে ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে অতিথিদের সাথে নিয়ে চাঁদের হাট সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র-১ জাহিদুল আযহার আলম বেপারী, পৌর কাউন্সিলর সুমন তফদার, শাহআলম, কাজী মনির হোসেন, হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন লিটু, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, কাকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ প্রমুখ।
উল্লেখ, চাঁদের হাট সুপার শপে খাদ্যসামগ্রী, পোশাক, ক্রোকারিজ, সাজ ও খেলনাসামগ্রী, সব ধরনের কোমল পানীয়সহ সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দেশী ও বিদেশী পণ্য বিক্রি করা হয়।