প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১৩:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ২ জানুয়ারি রোববার দৈনিক চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘বাকিলায় ক্রোধের আগুনে পুড়লো নতুন ঘর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটিতে শুক্কুর আলম প্রতিবেদকের কাছে দাবি করেন, ‘সম্পত্তিগত বিরোধটি আমিসহ কজন জিইয়ে রেখেছি।’ যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগুনের ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। সংবাদে উল্লেখিত ঘটনার সাথে বাস্তবতার কোনো অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে আমি আমার চাকুরির সুবাদে পরিবার নিয়ে আমার কর্মস্থল লক্ষ্মীপুর সদরে থাকি। শুক্কুর আলম সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্র্রণোদিতভাবে আমার নামটি বলে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
-সুমন।
জিডি ১২৬০/২২