৯০ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১৩:১৫
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি যাত্রীবাহী লঞ্চ থেকে ৯০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। গত ৩১ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলামের নির্দেশে এসআই নাছির ও এএসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এমভি ফারহানা-৪ ও কর্ণফুলী নামক যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করে। যার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।
নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, জাটকা রক্ষায় সারাবছর আমাদের অভিযান অব্যাহত থাকবে।