রাজারগাঁও উবি ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আবুল বাসার


হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের প্রকৌশলী (অবঃ) মোঃ আবুল বাসার পাটওয়ারী। গত ৬ জানুয়ারি বিদ্যালয় হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের বৈঠক বসে। নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ শাহ জালাল চৌধুরী মানিকের প্রস্তাবনায় ও ওয়াহিদ পাটওয়ারী দুলুর সমর্থনে অন্যান্য সকল সদসের কণ্ঠভোটে প্রকৌশলী মোঃ আবুল বাসার পাটওয়ারীকে সভাপতি নির্বাচিত করেন। তিনি রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের ছাত্র ও ৭ম বিসিএস ক্যাডার। এছাড়াও রাজারগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (রাসা)র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরান, দাতা সদস্য এসএম সালাউদ্দিনসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা প্রতিনিধি।