শেখ মানিকসহ বিএনপি নেতা-কর্মীদের আদালতে হাজিরা---


চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আদালতে হাজিরা দিয়েছেন। বিগত দিনে চাঁদপুরে বিএনপির যেসব আন্দোলন কর্মসূচি ছিলো, ওইসব কর্মসূচি পালন করতে গিয়ে দলের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। যার অধিকাংশ ছিলো পুলিশ বাদী মামলা। তবে প্রতিটি মামলায়ই হচ্ছে সহিংসতা ও নাশকতা মামলা।
সেই মামলাগুলোর একটি মামলায় হাজিরা দিতে গতকাল ১৭ জানুয়ারি সোমবার সকালে চাঁদপুর আদালতে উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপি নেতা অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, দেওয়ান সফিকুজ্জামান, শাহজালাল মিশন, শরীফ উদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবক দলের হযরত আলী, যুবদলের মানিকুর রহমান মানিক, ছাত্রদলের ইমান হোসেন গাজীসহ আরো অনেকে। ছবি ও প্রতিবেদন : মোঃ মিজানুর রহমান।