• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১২শ পিচ ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারী গ্রেফতার

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২শ’ পিচ ইয়াবাসহ এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইকবাল হোসেন মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী লঞ্চঘাটস্থ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সামনে পাকা রাস্তা থেকে রাইমা বেগম ওরফে রহিমা বেগম (৩৫)কে গ্রেফতার করেন। তার বাড়ি বদরখালী, অলি আহামেদের বাড়ি, থানা-চকরিয়া, জেলা কক্সবাজার। তার হেফাজত থেকে ১২শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রহিমা বেগম ৮ মাসের অন্তঃস্বত্ত্বা বলে জানা গেছে। আসামীকে সদর মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হয়।

সর্বাধিক পঠিত