• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয়ীর শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন বিজয়ীর সার্বিক তত্ত্বাবধানে ২৬ জন নারীকে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই কর্মসূচিরর সমাপনী ও সাটিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে চাঁদপুরে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর তত্তাবধানে এই প্রশিক্ষন প্রদান করেন।

৫ দিনের বেসিক কোর্সটির প্রশিক্ষণে বিসিক চাঁদপুর জেলার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,বিসিক চাঁদপুর জেলা সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহরিয়ার খান, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

সর্বাধিক পঠিত