• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি প্রার্থী অ্যাডঃ শেখ জহির ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ শাহাদাত

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি বৃহস্পতিবার। এ নির্বাচনে বরাবরের মতো এবারো অংশ নেবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’প্যানেলের প্রার্থীরা। এবারের নির্বাচনে দু’প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা লড়বেন এ নিয়ে গত ক’দিন ধরে আদালত অঙ্গনে গুঞ্জন চলছে। অবশ্য গতকাল বুধবার দুপুরের পরে শোনা যায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
    এ বিষয়ে গতকাল এ দু’প্রার্থীর সাথে আলাপকালে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, আমাদের প্যানেলের সবক’টি পদে প্রার্থী নির্বাচন করা হয়েছে। আজ আমাদের প্যানেলের সিনিয়র আইনজীবীদের নিয়ে আমরা নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র দাখিল করবো।

 

সর্বাধিক পঠিত