• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় ফাহিদ হোসেন (৯ মাস) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পৌরসভাধীন কড়ইয়া গ্রামের মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের মা লিপি বেগম জানান, শুক্রবার রাতে শিশু ফাহিদ হোসেনকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১২টার দিকে শিশু ফাহিদকে বিছানায় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করি। ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর রাত দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে ফাহিদকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরদিন শনিবার বিকালে কচুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ওসি মোঃ ওয়ালী উল্যাহ্ জানান, শিশু ফাহিদের মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে প্রবাসী আনিছুর রহমানের একমাত্র পুুত্র শিশু ফাহিদের মৃত্যু পানিতে পড়ে হয়েছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলা হয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে।