মতলবে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ
মতলব পৌরসভাধীন চরনিলক্ষ্মী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী (১৪)কে ধর্ষণ করেছে একই এলাকার এক যুবক। গত ২৬ আগস্ট রোববার রাতে ঘটনাটি মীমাংসার জন্যে সালিস করে স্থানীয় এলাকাবাসী।
ওই শিক্ষার্থীর জেঠা জানান, তার ভাতিজিকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করা হতো। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ওই যুবক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত রোববার রাতে দুপক্ষকে নিয়ে সমঝোতার জন্যে সালিস বসে। সালিসে উভয়ের স্বীকারোক্তি নিয়ে ৪ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ের বিষয়ে লিখিত সিদ্ধান্ত হয়। কিন্তু পরদিন ছেলের পক্ষ সালিসের সিদ্ধান্ত না মেনে উল্টো মেয়ের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ ওয়াহিদুজ্জামান মৃধা বলেন, ঘটনাটি মেয়ের পক্ষ আমাকে অবহিত করেছে। আমি এলাকায় খোঁজ নিয়ে জেনেছি ঘটনাটি সত্য। তবে এলাকায় সালিসের বিষয়ে আমি অবগত নই।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।