• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা

প্রকাশ:  ০৯ জুলাই ২০২০, ১২:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে হোসনে আরা আক্তার (১৯) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে দক্ষিণ বালিয়া সাইফুল্লাহ হুজুরের বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে সুরতহাল তৈরি করে মৃতদেহ উদ্ধার করেন। এ সময় ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবু, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বেপারী, মনোয়ারা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রেমঘটিত কারণে মেয়েটি মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত হোসনে আরা দক্ষিণ বালিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের বাবুল বেপারীর মেয়ে।

নিহতের মা জোহরা বেগম জানান, মোবাইল ফোনে গত দুই বছর পূর্বে হোসনেআরা আক্তার কুমিল্লা জেলার রনি নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বুধবার দুপুরে মোবাইল ফোনে তার সাথে কথা কাটাকাটি হয়। বিকেলে মেয়েকে রেখে গোসলখানায় গেলে সেই সুযোগে দরজা আটকিয়ে হোসনেআরা আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের বেড়ার টিন খুলে স্বজনরা ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। বাবুল বেপারীর দুই ছেলে তিন মেয়ের মধ্যে নিহত হোসনে আরা তৃতীয় সন্তান।

সর্বাধিক পঠিত